আয় রোদ হবি, দেখা দিবি রোজ প্রভাতে,
আয় মেঘ হবি, ঢেকে যাবি অসীম আকাশে।
আয় সং সাজি, রং লাগাই আনমনে,
আয় ভং ধরি, যেনো শীতের রাত কনকনে।
চল জলে ডুবি, চোখ যতই হোক ঘোলাটে,
চল ভুল করি, ছুড়ে ফেলি শর্ত কিংবা বাধাকে।
চল প্রেমে মজি, মন মাতুক আনন্দের চূড়াতে,
হোক ভিমরতি, বয়স জানুক ও কেবল শুধু সংখ্যা যে।