আমার পেছনে সোনালী শৈশব, আমার কাছাকাছি গা ঘেঁষে দাঁড়ানো বর্তমান, বর্তমানের হাতে জাদুর বাক্স। এ বাক্সের ভেতর জীবনের ঘটে যাওয়া সকল আনন্দময় দিনগুলোর স্মৃতিচারণ। আমার চোখের দৃষ্টি সীমানায় ধূসর কুয়াশা ঘেরা মেঠোপথ, এ পথের ওপারে ঠিক কি অপেক্ষা করছে জানি না.. তবে এতোটুকু নিশ্চিত যে একটি মৃত্যুকূপ খনন করা আছে, হাঁটতে হাঁটতে একসময় হঠাৎ আছড়ে পড়বো জানি, তবুও হাটছি। আমার মাথার উপর এক ঝুড়ি শূন্যতা,সেই শূন্যতার ঝুড়ি নিয়ে বিধাতার সামনে দাড়াবো একদিন। দাঁড়িয়ে বলবো, এই নিন এক ঝুড়ি শূন্যতা নিয়ে এসেছি, পূর্ণ করুন আপনার করুনায়, শুনেছি আপনি পরম করুনাময়। সেদিন হবে আমার সকল অপেক্ষা, শূন্যতা, নিঃসঙ্গতার অবসান.. পূর্ণ ঝুড়ি নিয়ে সারা পৃথিবী চষে বেড়াবো সেদিন। আর চিৎকার করে বলবো, আমিও আছি আমিও আছি....
এই নতুন পৃথিবীতে বেঁচে থাকার যাবতীয় প্রয়োজন নিয়ে আমিও আছি....