আমার দেয়া তোমার কোনো নাম ছিলো না..
যে নাম আমি ছাড়া আর কেউ জানতো না...
যে নামে তোমায় ডাকার অধিকার কেবল আমার ছাড়া আর কারো থাকতো না...
যে নাম শুনলে তুমি ভেবে নিতে এ নিশ্চিত আমি..
যে নাম শুনলে ঘুমের ঘোরে কেঁপে উঠতো তোমার মনের ভূমি
যে নামে কেবল আমারই গন্ধ মাখা থাকতো..
যে নামে কেবল আমাকে ছোঁয়ার তাড়া থাকতো...
আমার দেয়া তোমার কোনো নাম ছিলো না..
যে নামের ডাকে তুমি আমায় খুঁজে নিতে পারো...
যে নামের শব্দে তুমি আমায় ভেবে নিতে পারো...
যে নাম কেবল ভালোবাসার বার্তা নিয়ে আসতো...
যে নাম সন্ধ্যে হলেই আলো জ্বালাতে পারতো....
যে নাম খরতাপে বন্যা ডেকে আনতো...
যে নাম অমাবস্যাকে জোছনা সাজাতে পারতো...
যে নাম তোমার ললাটে খানিকটা সুখ আরেকবার লিখে দিতে পারতো...
যে নাম তোমায় আমায় আজ অবধি একপথে রাখতো...
ঠিক তেমন,
আমার দেয়া তোমার কোনো নাম ছিলো না...
যে নামে আমি ছাড়া আর কেউ; আর কেউ ডাকতো না.....
২রা শ্রাবণ ১৪২৮
-কাব্য