খরা পরিল;
ঝিল শুখিলো;
কে যে পারিবে,
ভরিতে জলে তাহারে?
কার আছে হিম্মত?
আছে কার ছাঁদ?
ডাকো বীর বলবান,
বলে যাহারে।
পারিলা না বলবান।
পরিল ক্রন্দন।
চারদিক ঘেরিলো,
চিৎকার হা হা কারে।
লক্ষ্য আনয়ণ বারি।
বলবান গেল হারি।
ডাক হাক ছেড়ে তাহারে।
কাহারে ডাকিবো?
কেহি বা পারিবে?
কেহি বা সকল জিনিবে?
সেই জন পারিবে
জলেতে পূরণে!
যে এই ঝিলেতে,
ভরিয়াছে জলে।