দক্ষ জন যদি নেয় ত্রাসিত রূপ,
বু‌‌ঝিতে পারিবে হ‌ইবে কাহার তরীর ডুব।
অপ্রয়োজন সেই রণের অনুসন্ধিৎসা,
ত্রাস ডুবিয়েছে রণের সকল আকাঙ্ক্ষা ইচ্ছা।

বুঝেছ হে ভাই,
ত্রাসের সাথে দক্ষের তুলনা নাই।
ইহার ধারে আসিলে সকল কিছু হারিয়া যায়।
নয়তো অপবাদ, কথাই নেই কোন মিথ্যার ঠাই।

জানো কি জন?
ত্রাসাক্রান্ত এই ধরাতলের সর্বোচ্চ নিরুপায়।
সে নিশির রবি বা দিবার শশীর ন্যায়।
ব্যর্থ সে,তাহার জয় এর তরে যে চাহিয়া রয়।
জানিয়া, সে বহন করে দক্ষের পরিচয়।

শোনো তবে ভ্রাতা,
শত দক্ষের মাঝে আজ জয়ী সাহসী।
রণক্ষেত্রে সাহসীই জাহাজ-নোঙর এর কাছি।