যাহার তরে আসিলো আষাঢ়-শ্রাবণ,
নাম তাহার বৃষ্টি।
রঙিন রূপে রানীর বেশে,
আসে হতে ঋতু ব্যষ্টি।
গগনের বুক চিরে,
পরে বৃষ্টি ফোঁটা ফোঁটা।
মেঘ হতে নীর পরে।
পথিকের লাগে ছাতা।
প্রাণ পায় নেতানো গাছ ফিরে।
জ্বল জ্বল করে পাতা।
দমকা হাওয়ায় ভাসে প্রকৃতি,
হাসি মেলে নদী।
মুখের হাসিতে ভেসে যায়,
পদ্মা-মেঘনার মাঝি।
নতুন করে দেয় বৃষ্টি,
বটবৃক্ষের ছায়া।
তোমার তীরে পরে থাকে,
মোদের মনের ছায়া।
কম বা বেশি হয়োনা বৃষ্টি,
কেন তো তুমি জানো।
মন দিয়ে বেসেছি ভালো,
মনের কথা শুনো।