এই ভুবনের এক কোণেতে,
দেখিতে পেলাম তোমায়।
বাঘের মত বুক চিতিয়ে
তোমার পাড়ে ছোঁয়ায়।
দক্ষিণে তার সাগর ভাসে;
বুক চিড়িয়ে নদী।
পুব,পশ্চিম, উত্তরে ভাই,
যা দেখি তাই ভূমি।
তোমার রূপের বাহারি সাজে;
নবীন প্রবীন মধুর রূপে,
নদীর মাছ আর ডিঙির মাঝি,
মুখ মেলিয়া হাসে।
ওগো,
তোমার রূপের মধুর মাপে,
নদীর মাছ আর মাঝি হাসে।
দশটা কড়ি দাওনা আমায়,
ঘুরিয়ে দেখি সেথায়।
তার বুকেতে মাথা ছুঁইয়ে,
আসতে আমি চাই।