ছুটে চলল,ছুটে চলেছে।
সব চলছে ছুটে।
বালক সে ছুটে চলল,
শ্যামল সবুজ মাঠে।

ছুটছে এক কবির কলম,
চেনা চাঁদের নিচে।
শত রকম শত পঙ্খীতে
তার লেখা নাচে।

ছুটছে বাঘ বনের মাঝে,
রাঙা গাইয়ের পিছে।
সে ছুটছে বাঁচাতে জীবন,
সবকিছু কে ফেলে।

ছুটছে ওই নদীর জল,
পদ্মা-মেঘনার বুকে।
শত শত আঁকাবাঁকা,
আপন মনে আঁকে।

সবকিছু আজ ছুটে চলেছে,
থেমে নেই তো কিছু।
সেই ছোটায় তাল মিলিয়ে,
ধরবো মোরা পিছু।