নিদ্রামাঝারে স্বপ্নবাহক হতে এসেছি।
এসেছি শত স্পৃহা-অভিরুচির মাঝে হারিয়ে যেতে।
করছি মহাপুরুষ হইবার অসীম অভিলাষ।
যেন না পারে হারাতে,সমুদ্র কল্লোল রূপ ত্রাস।
চাই আপনাকে বসুমাতায় বিদ্রোহী পুরুষ রূপে_
দুর্দমনীয় মানব হয়ে করিতে নোঙর চাই।
প্রতিজ্ঞা;আশিবীষের দন্ত হতে রক্ষা করিবো_
দূর্ভাগা,শতভাগা বসুন্ধরায় সাম্যবাদ টানিব।
টানিয়া ছিড়িব লেজ,দূর্ভাবনায় ডুবন্ত শোষক-শাসকপালের_
কাটিয়া ফেলিব মোহরপূর্ণ লুকায়িত হস্তদিগের_
বদ্ধ করিয়া দেব সব টগবগে অরুণের দ্বার।
নিকষিত রাত্রির অরুণিত দাগ ঘুচিয়ে দেব।
থাকিবে না রণক্ষেত্র;বাজিবে না ধ্বনি টংকার।
চারিদিকে বাজিবে শুধু প্রিতি-ভালোবাসার জয়জয়কার;
রাখিও চিত্তে,শপথ করছি টানিব এ কাল।
যদি না শেষ হয় জীবন কলমের কালি!
নবউদ্যমে আপনি সেই নবজীবনের পথ ধরছি।
আমি আবারও মহাবিদ্রোহী পুরুষ হইবার শপথ করছি।