পারিবে কী পুষিতে অর্ঘ,
কোনদিন তাহাদের।
যে আভরণদিগের বুকের রক্তে
মোট দেশটি গড়া।

বিদ্ধ গুলির শব্দ আজও
ভাসে কর্ণ তীরে।
আজও যাদের চিৎকার মাঝে,
বুকে নাড়ে কড়া।

যাহাদের রক্ত তেজিত রূপে,
বাংলার সূর্য আলোকিত।
যাদের তারুণ্য রূপ প্রতিটি
সজীব পত্রে রুপান্তিত।

শ্রদ্ধাভাজন তাহারা মোদের
নিশ্চিত বক্ষে।
যতদিন এই ধরণী রইবে,
চূতহীন অক্ষে।

চাই কি হইতে চিত্ত,
পক্ষান্তর তাহাদের।
তবে তোমা চিত্ত কলঙ্কিত,
মতো আষীবিশের।