রূদ্য কভু পাইবেনা অমরত্ব।
ডাকুক যদি বিশ্বওঝা;
ল‌ওক সে পাচন।
তবুও গাত্র কোটর হতে,
চলে যাবে রূহ্!
ধরিবে গগনের পান
একদিন না হয় একদিন।

হারাবে না কভু তবে মনুষত্ব।
হয় কেহ দংশন করিয়া,
নয় কেহ টংকার বাজিয়া!
কেহ আবার হস্ত কোটরে!
কেহ নাকি বন্দুক নলের তরে।
কেহ আবার,
সকলের শিহরিত অশ্রু ঝরিয়ে।
কেউ আবার,
প্রভাতের শিশিরকে স্তম্ভিত করিয়ে।

আমার কাছে অজ্ঞাত, অদৃশ্য
পারিব কী যেতে হৃদয় জিনিয়ে।