জোনাকের মিটিমিট প্রভা-তে যদি নিদ্রা ভাঙ্গে;
সে নিমিত্তে ক্ষুদ্র জোনাকিরে কর নিধন।
তবুও নিদ্রা আসিবে না তোমার মহামূল্য নেত্রে।
চিত্ত ধারণ করিও না এটি জোনাকের ভ্রম,
সকল ত্রুটি আছে গো তোমারই অন্তে।
নিদ্রা তবুও নয় তোমার দৈব নির্ভর।


দিবাতে নেই কোন পরিশ্রম-দুর্জয়;
সারাটি দিবা কাটে তোমার বেলাহীন,
প্রত্যাশাহীন নিশিই ফলাইবে  দিবা এমন।


আরম্ভ হতে হবে দিবা তোমায় পিপীলিকার ন্যয়।
সমাপ্তি হইবে হতে দিবা তোমায় পক্ষীর ন্যয়।
তিনি দিবা তোমায় দিয়েছেন করিতে কর্মে ব্যয়।
তাহাকে কর্ম বলে না যাহাতে ঘাম ঝরে যায়,
সেটাই কর্ম যেথায় কেউ উপকৃত হয়।
তবেই তো চিক চামক্য হবে তোমার নিদ্রা ঘোরময়।