মর্যাদা যেন এক,
গিরি তুল্য শিখরী।
পারে না গো বপীতে
ইহার বীচ যে কেউ ই।
যেন কয়লার কৃষ্ণবর্ণ নিখোঁজ,
মাঝে এক গহনীত রাত্রি।
আসেনা যেটি,
হতে কাপড়,বাড়ি,ঠাকুরদার উপাধি।
যদিও চিত্তায়িতো করো হে জন
নিবিড়তার সহিত,
যে,তোমার মস্তকের পুষ্প সুবাস;
দিয়ে মর্যাদা,
আনিবে তোমারই উন্নতি।
স্বভাব তোমার জন্তু তূল্য।
অন্যরে কর তুমি সন্ত্রস্ত ।
জাগিয়ে তোল ভীতি।
এ নিমিত্তে হইবে না,
মর্যাদা নামক সম্মানের প্রগতি।
পূর্বেই বলেছি মর্যাদা এক,
গিরি তুল্য শিখরী।
ভালোবাসা,সম্মান তুল্য গুনে,
ছড়াতে হবে তোমার জ্যোতি।
মর্যাদা আনিতে হইবে না টানিয়া,
আনিবে তো মর্যাদা তোমারই সুখ্যাতি।