রজনীর ঐ নীলিমায়
করে মিট মিট,
লক্ষ কোটি আলোকিত
ঐ তারকা রাজি।
দেখে যেন মনে হয়,
ঐ একাত্তরের সব
প্রসূন তূল্য শহীদ-গাজী।
মোর দেশটিকে আমি,
খুব ভালো যে বাসি।
তাইতো তোমাদের মত ত্যাগিতে,
আজ আমিও রাজি।
যাঁদের মরণ কষ্টে
পেয়েছি সোনার দেশটি।
তোমাদের মহান ত্যাগে,
এসেছে এই কালটি।
পূর্ণিমার ওই চাঁদটি যেন
শেখ মুজিবুর রহমান।
যাহার নির্দেশে এসেছে,
এই স্বাধীনতা তুল্য কিরণ।
তোমরা সকলেই বাঙালির বুকে,
রইবে আজীবন।