তোমারে যে বাসি আমি,
কত যে ভালো।
মোর সোনার দেশটি নিয়ে,
ছড়াও তুমি আলো।
নয় তো কঠিন কিছু,
নাম তোমার মাটি।
হরেক রকম শস্য ফলিয়ে,
রয়েছে তোমার খ্যাতি।
এক জায়গায় তুমি যে
সবচেয়ে বড় কৃপণ।
এইখানে কলম বাধ্য হয়,
নিয়ে তোমায় লিখন।
তিনি তোমা হতে করেছেন তৈরি,
মোরা সকলরে ভাই।
কৃপণ তুমি আবার যে
কেড়ে নাও ঠাঁই।
তোমার বুকে করো মোদের
বদ্ধ ঘরের বাসিন্দা।
মরার পরে ঠাই দেয় না
আপন বাড়ির বারান্দা।
সাড়ে তিন হাত মাটির নিচে,
সেই ঘরেরই মেঝে।
নিয়ে তুমি রাখিবে বদ্ধ,
ওই অন্ধকারের মাঝে।
সুধায় আমি তোমারে মাটি,
কেন এমন করো?
সব মানুষের আবেগ নিয়ে
ছিনিমিনি খেলা।
বলল মাটি,আমি তাহা করি
যাহা তিনি বলেন।
যিনি করেছেন তোমায় সৃষ্টি।
সর্ব কিছু যিনি জানেন।
তোমার জন্য মঙ্গল যাহা,
সব সময় তিনি করেন।