বর্ষা শেষ।
আসিলো শরৎ।
এরূপ থাকিবে,
আজীবন বলবৎ।
ওই শরতের রূপের,
যেন নাহি তো শেষ।
সেটা রাঙিয়ে আসে,
ওই কাশফুলের কেশ।
নদীর ধারে তার
আসর জমে।
একসাথে হাজারো
পাখনা মেলে।
শুভ্র পরীর ছোঁয়ায়,
একসাথে সাজে।
একসাথে দোল খায়,
বাতাসের মাঝে।
শত কবি লিখে তোমায়
হাজার ভাবে।
তোমার স্মৃতি অফুরন্ত।
আজীবন রইবে।