এখানে হাকি ,ওখানে হাকি
তাইতো আমি হকার ।
তাও আমি নাই তো বসে,
তোমার মত বেকার।
এপারে যাই, ওপারে যাই
যেথায় মোরে ডাকে।
বসে থাকি গাছের নিচে
মাঝে কাজের ফাঁকে।
এ তীরের জিনিস ও তীরে নিই,
ও তীরের জিনিস এ তীরে দিই,
এটাই আমার কাজ।
তাইতো আমার কর্মে
নেই তো কোন লাজ।
মাঝে মাঝে কাজ করতে
কপালে পরে ভাঁজ।
মাঝে মাঝে ঘাম ঝরে যায়,
এখান ওখান যেতে।
তাও দু তিন টাকা রোজগার করে
কষ্ট হয় খেতে।
মনে পরে,
কেন আমি দ্বিধা করিতাম
ইস্কুলেতে যেতে।
কেন ইস্কুলেতে না গিয়ে,
খেলায় উঠতাম মেতে।
তাই শুনো গো শুনো রে ভাই
সবাই মিলে একসাথে
ইস্কুলেতে যাই ।