ছেঁড়া ঘুড়ির পিছে,
বালকেরা ছুটে চলে।
বড়রা যেন ব্যস্ত,
শত কাজের ছলে।
শিশুরা খেলনা নিয়ে
একসাথে খেলে।
হঠাৎ গগণ হতে
ভো ভো শব্দের দেখা মেলে।
সকলের আঁখি ওই দিকে।
বালক,বড়,শিশুরা সকলে।
দেখে এক এরোপ্লেনটি,
কাজকে সকলে গেছে ভুলে।
আমি বলি,
কেন এই ব্যর্থ কাজটি,
তোমাদের কাছে চলে?
করো তুমি ওই কাজটি,
যাহাতে গগনে তোমার
দেখা যে মেলে।
অন্যের চার-ছয়-গোলে
বেরোয় তোমার স্লোগান,
তুমি যদি সেটি করিতে পারো,
তবেই তো তুমি নওজোয়ান।
নিতে হবে তোমায়,
চালকেরই আসন।
তবেই তুমি হতে পারিবে
সকলের শ্রেষ্ঠ-মহান।