শরণের তরে করিলাম স্মরণ।
কই পাব এক যে পুরী
সেই পুরীতে বাঁধবো ঠাঁই,
রইব সেথায় আমরণ।


মূর্খের মতো ঘুরিলাম বসুন্ধরা।
খুঁজিলাম শুধু তরে একটি ঠাঁই
কিন্তু মানুষ এত কেন কৃপণ,
সকলকে যেন বশ্য করেছে একগুচ্ছ তাড়া।

রোষের তরে বসিলাম বটবৃক্ষের তলে।
আক্ষেপ করিলাম মানবের উপর।
কেন‌ই বা ভূমিষ্ঠ হলাম এই মানবের ঠাঁইয়ে?
নেত্রকোন ভিজিয়ে গেল অশ্রুজলে।

এবার বুঝিলাম,
এই ধরণী মানে এক মস্ত তাড়া।
কেন খামোখা চটছি মানবের প্রতি?
জীবনের তাড়া আমি পারিনি ধরতে,
তাই জায়গা নেই মোর বৃক্ষছায়া ছাড়া।