এ জগৎ মাঝারে
রয়েছে হাজারো জাতি।
তাহার মাঝে শ্রেষ্ঠ মোরা।
রয়েছে অনেক খ্যাতি।
জাতি পেরেছি হইতে মোরা,
কারণ রয়েছে প্রভুত মিল।
একটি জায়গায় রয়েছে যেন,
সবার মাঝে অমিল।
চির পরিচিত সেই জায়গাটি।
নাম তাহার মন।
আমায়-তোমায় ভিন্ন করেছেন,
এইখানে সেই জন।
একই মনের মানুষ যদি,
আমরা সকলে হতাম,
হাজার বাধার মাঝে
সকলে মোরা পরিতাম।
লক্ষ কবি নাহি তবে
আজ জন্মাতো।
হাজার কবি আজ যেন
থাকিতো ঘুমন্ত।
কবিতে কবিতে লাগিতো যেন,
শত বিবাদ ব্যষ্টি।
তাইতো আজ তিনি করেছেন,
হাজার মনের সৃষ্টি।