চলো আমরা সবাই মিলে
নতুন কিছু শিখি।
চলো যাই গো ওই দূরের,
মরুর দেশতে ঘুরি।
আপন দেশে ভাল্লাগেনা,
সকাল-বিকেল-সাঝি।

কত কড়ি খরচে মোরা,
মরুর দেশে গেলাম।
সেই দেশেতে গিয়ে মোরা
নাহি তো শান্তি পেলাম।
খাড়া রোদ আর ধুলোবালি
না থাকিতে পারিলাম।
আপন দেশটি ভালো গো।
বড় ভুল করিলাম।
সেথায় গিয়ে মোরা গো
আপন  ভুল বুঝিলাম।
ভুল বুঝিয়া সকলে মোরা
মোদের দেশে ফিরিলাম।

মোর দেশেতে গ্রীষ্ম-বর্ষা,
সব মিলিয়া আছে।
হরেক সময় হরেক প্রকার
নিজের মতো সাজে।
হরেক রূপ দেখাও তুমি,
সকাল-বিকেল-সাঝে