অহংকার;এক রূপ পরিবর্তনকারী শব্দের নাম।
মাঝে মাঝে তুমি হও,
নিমের পাতার মতো তিতা।
আবার কখনো যেন হয়,
অসমাপ্ত তোমার মিষ্টতা।
তোমার অর্থ কেন এত কঠিন?
তুমি ফকিরকে দান করো আমীরতা;
আবার সেই তুমিই আমীরকে,
দেখাও এ ধরণীর সর্বনিম্নতা।
মাঝে মাঝে তুমি তৈরি কর,
এক পশুতূল্য সক্ষমতা।
আবার এই তুমি বাড়িয়ে তোল,
কলাপী পঙ্খীর ন্যায় সুন্দরতা।