হে সখা, ডুবিয়েছি তোমায়
এক সাগরে; জল তাহার
কী জান?না;বলি; প্রতারণা।
প্রতারণা নামক তৃণলতায়
ফেলেছি জড়িয়ে,
হে প্রিয় তোমায় সখা।
আর চাইনে দেখিতে,
তোমার সুখ বলিয়া দুঃখের রূপ।
করিও তুমি মোরে ক্ষমা।

পহেলা তোমায় নবজাতক ভাবিয়া,
খেলেছি মাতৃ-ছলনার রেশ।
এখন যেন তোমার বেদনা
মোর বক্ষে‌ বিদ্ধ হে, সখা।
ক্ষমা করিও,
করিব না আর প্রিয় বন্ধু,
মায়ার ছলনা।