আমি অক্ষুন্ন রয়েছি মোর পথে;
চক্ষু মেলিয়া আগুয়ান ঠিকানায়।
আপাদমস্তক চেষ্টায় চলছি সামনে
রথমালা চলিছে নির্বিঘ্নে-নির্দ্বিধায়।

তবে বিস্তৃত এই রুপরেখার ধার,
অদৃশ্য অপর পথিকের তরে।
নিকষিত রাত্রির ন্যায় অন্ধকার!
কেমনে বুঝিবে অপর নরে?

তবে আমার কাছে সৌর প্রভার ন্যায়;
উজ্জ্বলতম;অদৃশ্য নহে স্বপথ।
কোথা যে সমতল?কোথায় বন্ধুর?
তাহাতে তুমি সদা নির্বোধ।

এ হেতু এগুতে দাও মোরে এ ব্রহ্মাণ্ডে;
চাক্ষুষ করিয়া স্বসোপান।
স্ব প্রতিমা পরিচয় স্বর্ণখন্ডিত রুপদানে,
রণক্ষেত্রে নহে আমি নিষ্প্রাণ!!