উৎনত একচ্ছত্র যাত্রী,
সম্মুখে আগুয়ান।
কেউ কটুক্তি, কেহ কথামৃত
সাগরে ভাসমান।
কেউ বা উহ্য কিঞ্চিৎ;
সহ পালোয়ান।

তবু কুজ্ঝটিকা কৃমনে,
সৈনিক এক।
সে তবে না অন্তরঙ্গ,
নেই ইন্দ্রজালিক।

ছত্রের যে যাত্রী
ছিল তোমা সখা।
আজ তাহা কাছে তুমি,
হয়তো এর জীর্ণ।
তবে তোমা কাছে নিশ্চিত সে,
খাদহীন স্বর্ণ।