মহত্ত্ব নয় তোমা উর্ধ্বে।
পক্ষীর ন্যায় বিরাজমান গগনে।
নহে পূজ্য, শুধু চিন্তন,
বিরাজ্য সেথা একেক ধন।
আরো এক যেন প্রদীপ!
শুধু করিতে হবে তাহা,
প্রজ্জ্বলিত শিখায় জাজ্বল্যমান।
সেই পক্ষী নামে মসী
সেই প্রদীপ,সেই ধন।
তবে হে রও কুমসীর অন্তরায়।
সর্বদা সুমসী অলংকার বর্ধন!
মহত্ত্ব, হে মহত্ত্ব নিমিত্তে,
ছুটছি সুমসীর তরে।
ছুটব অক্ষূন্ন চিরক্ষণ।