কষ্টে আমার বুকটা পোড়ে
বেহায়া মন কিছূই বোঝে নাযে
তবু মনে পড়ল তোরে
আজ অনেক দিন পরে।

সুখে থাকিস ভালো থাকিস
নতুন সাথী নিয়ে
আমি না হয় খারাপ ছিলাম
তুই বড়ই মিথ্যাবাদি মেয়ে।

ভাবিনি তুই এমন করে
পালিয়ে যাবি ছেড়ে
আগে জানলে ভালবাসায় গুল্লি মেরে
তাড়িয়ে দিতাম তোকে।

সুখ গুলো সব তুই নিয়ে
দুঃখ দিলি মোরে
হায়রে মানুষ এমন হয়
ভাবিনিতো আগে।

দুর থেকে দেখবো আমি
দিনগুলো তোর কেমন করে যাবে
রেখেছি মোর কষ্টগুলো বুকে চাপা দিয়ে
ভাবিসনা তুই, দোষি তোকে করবনা আর কোন অভিযোগে।




খুব বেশি মনে ------------পরে -----------