যদি তুমি হও বিশ!
জেনে শুনেই করিবো পান
তুমি চাইলেই বাচাঁতে পারো!
করিবো তোমাতে চিরকাল স্নান।

যদি তুমি হও বিষে ভরা
করতে নাহি চাও তোমাতে আসক্ত
তবুও তোমার উষ্ণ ঠোঁটে পরশ দিবো
হবো বিষে বিষাক্ত।

জানি তুমি বিষাক্ত!
তবুও তোমার নেশায় আমি আশক্ত।


তুমি বক, আমি কাক, তুমিই আমার জান-
আমার রাজ্যে তুমিই রাণী, আমি শাহজাহান।