কিছু মানুষ আছেন ভবে
যাদের বিবেক পড়েছে মারা।
ব্যবিচার করেন তারা
হিসাব-নিকাশ ছাড়া।

নিত্য তারা মানুষ ঠকায়
প্রতি ক্ষণে, ক্ষণে।
কত অপকর্ম করে বেড়ায়
গোপনে, গোপনে।

বিবেক বোধ শূন্য যারা
মানুষ রূপী  পশু তারা।
দেখতে- শুনতে মানুষের মতো
কর্ম- কান্ড পশুর মতো।

ভয়ংকর হিংস্র তারা সুযোগ সন্ধানী
অন্তরে লুকিয়ে রাখে শুধু শয়তানি।
চাতুরীর ছলে-বলে করে ধোকাবাজি
হাবভাব হাজি,হাজি ভিতরেতে পাজি