তুমি সুন্দর, তুমি সুন্দরতম হে
আমি তোমার সুন্দরের পূজারি হে।
তুমি নিত্য- অনিত্য লীলা করো হে,
বিশ্ব ভূমন্ডলে, তুমি সুন্দরতম হে।

তুমি আদি-অনাদি তুমি অন্তহীন,
তুমি নিরাকার, তুমি অনন্ত অসীম।
তুমি পরম ব্রহ্ম, তুমি সীমাহীন।
তুমি সুন্দর, তুমি সুন্দরতম হে
আমি তোমার সুন্দরের পুজারি হে।

তোমারি প্রার্থনায়  সদা ধ্যানমগ্ন থাকুক মন,
তোমার চরণতলে নিজেকে করি নিবেদন।
তুমি সুন্দর তুমি সুন্দরতম হে,
আমি তোমার সুন্দরের পুজারি হে।