ফুল দেবার মতো
আমার তো কেউ নাই।
তাই আমি শুধু
আপন মনে লিখে যাই।
ফুল তুমি ফুল নিবাও ফুল।
বাতাসেতে উড়বে প্রিয়া
তোমার রেশমী চুল।
দুই কানেতে দুলবে তোমার
ঝুমকা কানের দুল।
রূপার নুপুর ছন্দ তালে
বাঁজবে রুমোঝুম।
সাজুগুজুর তালিকায় থাকবে
পছন্দের কুমকুম।
খুশির ছোঁয়া লাগবে মনে
প্রিয়জনের আগমনে।
ফুলের টুপুর মাথায় দিয়ে
তুমি রিশখাতে চড়ে।
সুখের দেশে হারিয়ে যাবে
প্রেমিকের হাত ধরে।