তুমি আমার সাধের সাধনা  

              তুমি  মোর আরাধনা।

তুমি আমার সন্ধা তারা

               তোমার প্রেমে দিশেহারা।
          
তুমি আমার সকল আশা
            
               তুমি মোর ভালবাসা।

তুমি আমার কবিতার ছন্দ

                তুমি ছাড়া সবকিছু লাগে যেন মন্দ।

তুমি আমার মনের আকাশে।

                   হাজার চাঁদের আলো।

তোমায়  আমি অনন্তকাল

                    শুধু বেসে যাবো ভালো।