তুমি সুন্দর, তুমি মনোমুগ্ধকর।
তুমি পরিপাটি, তুমি সিমসাম।
আমি জানিনা তোমার নাম।
আমি জানাই তোমায় প্রণাম।।
তুমি কোথায় থাকো কি করো?
আমি জানিনা সেই কথা।
আমি জানিনা তোমার ঠিকানা।
আমার কাছে তুমি অজানা।।
চশমার ফ্রেমে বন্দী তোমার
গোল, গোল দুটো চোঁখ।
অসম্ভব লাবণ্যময় তোমার
চিকন গৌর বর্ণ মুখ।।
তোমার সিপসিপে রেশমি চুলে
জড়ানো কাগজ ফুল।
ভীষণ সুন্দর লাগে তোমার
দুটো ঝুমকা কানের দুল।।