তুই চাঁদের দেশের মহারাণী,
     সেটা আমি জানি।
তুই শূন্য থেকে পূর্ণ হয়েছিস,
হয়েছিস ধন্য জ্ঞানী-গুনী।

    ওরে কতকাল শুনিনা আমি,
তোর মুখে মিষ্টি মুধুর বাণী।
      তাই বলে আমার তাতে,
দুঃখ নাই এক আনি।

       বহুকাল কেটে গেলো,
মেঘে, মেঘে কত বেলা হলো।
মোর পিপাসিত আঁখি দেখেনা তোরে
কেমন করে থাকিস তুই ভুলে আামারে?

        তবে কি বাধা ছিলোনা
দু'জনার মন একই ডোরে?
        মাঝে, মাঝে তোকে,
আমার খুব বেশি মনে পড়ে।