তোমার গুণমুগ্ধ প্রেমিক আমি,
আমার কাছে তুমি অনেক দামি।
আমার কাছে তুমি সাতরাজার ধন,
তুমি আমার হিরা, পান্না অমূল্য রতন।
তুমি আমার হাসি-কান্না,
তুমি আশার আলো।
জনম,জনম আমি তোমায়,
ওগো বাসিবো ভালো।
তোমার কথা দিবারাত্রি ভাবি মনে, মনে,
তুমি ছাড়া আমি একাকী শূন্য জীবনে।
তুমি আমার সঙ্গী, সাথী বন্ধু-প্রিয়জন,
তেমার অপেক্ষাতে আমি থাকি সারাক্ষণ।
তোমার জন্য সযত্ন করে
জমা রেখেছি ভালবাসা।
কাছে আসো আরো কাছে,
মিঠাও মনের পিপাসা।