আমি সদা ব্যস্ত থাকি
তেল দিতে নিজের চরকায়,
যাতে না ধরে মরিচায় ।
কর্ম গুণেই জীবন পূর্ণতা পায়।

সযত্নে চরকা চকচকে বয়।
অন্যের চরকায় তেল দেওয়া
আমার মোটেও পছন্দ নয়।
দ্বিমুখী মানুষ আগে পিছে
তারা কত কিনা কয়।

মুক্ত চেতনায় মন-অন্তরে
থাকেনা কোন ভয়, থাকেনা সংশয়।
সততার অপার মহিমায়
আসবে একদিন জয়।
নৈতিকতার ফলেই আত্মশুদ্ধি রয়।

সুনিপুণ কৈশলে যারা  
করে নানান কারসাজি।
ব্যক্তি বিশেষ বুঝেই
তারা করে তেলবাজি।