যে যাকে অবিরাম ভালবেসে যায়
সে কেবলমাত্র তাকেই শুধু চায়!
দিন-রাত এক করে মনে-প্রাণে চায়
তাকে ছাড়া নিজেকে ভাবে অসহায়।

তার অপেক্ষায় পথপানে চেয়ে থাকে
কল্পনায় তার ছবি হৃদয় মাঝে আঁকে।
তাকে ঘিরে বুনে স্বপ্নের মায়াজায়
তার জন্য মনটা করে উতাল-পাতাল।

কথায় বলে পিরিতের পেন্তিও ভালো
তাই সে অনেক প্রিয় দু'নয়ের আলো।
সে যেন নতুন ভাবে বাঁচতে শিখালো
অন্ধ হিয়ায় প্রেমের বাতি জ্বালালো।

তাকে নিয়ে স্বপ্নের ঘোরে বিভোর থাকা।
সে ছাড়া পৃথিবীটাকে লাগে যেন ফাঁকা।
সে ছাড়া নিজেকে লাগে বড় একা।
সারাক্ষণ চায় মন পেতে তার দেখা।