তালাক শব্দটা খুব বেশি বড় নয়,
তালাকের শুরুটা মন থেকেই হয়।
এক তালাক দুই তালাক তিন তালাক কয়,
তালাকের পর কেউ কারো স্বামী স্ত্রী নয়।।
স্ত্রীর বচনে স্বামী পরকীয়ায় আসক্ত,
স্বামীর বচনে স্ত্রী পরপুরুষের ভক্ত।
উভয় পক্ষ পরস্পরের প্রতি বিরক্ত,
দু'জনার মতে হয় তালাক সিদ্ধান্ত।।
স্বামী -স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদের ফলে,
সন্তান কোথায় যায় নিষ্ঠুর ধরাতলে?
মেয়েটি পায় স্বামী, ছেলেটি পায় বউ
সন্তানের দায়িত্ব নিতে চায়না কেউ।।
অনাথ সন্তান অনাদরে ঘুরে ধারে, ধারে,
বিনা দোষে কতজনা লাত্থি- গুতা মারে।
অনাথ সন্তান লাঞ্চিত -অবহেলিত,
সকল রকম সুযোগ -সুবিধা বঞ্চিত।।
আদর-সোহাগ ভালবাসা কিছুই পায়না,
হাজার কাঁদলেও কেউ ফিরে চায়না।
অযত্নে আর অবহেলায় কাটে দিনরাত,
মায়ের মতো মুখে কেউ তুলে দেয়না ভাত।।
তালাকের উৎসবে যেন মেতেছে সমাজ,
সভ্যতার মাঝে নাই সভ্যতার বসবাস।
অহরহ বেড়েই চলছে এই ঘৃণিত কাজ,
কত সন্তান অসহায় তালাকের জন্য আজ।।