ওগো, আমার সুন্দরী বধু।
তোমার কাছে আছে যত মধু।
তুমি আমার মধুর হাঁড়ি,
তুমি যে সুখের কান্ডারী।
ওগো, আমার প্রান প্রিয়া ওগো সুন্দরী।
নিত্য তোমার প্রেম সাগরে আমি ডুবে মরি।
নতুন রুপে নতুন ভাবে শুধু তোমার প্রেমে পড়ি।
কখনো বা মাঝি হয়ে তোমার প্রেম সাগরে বেয়ে যাই তরি।
ওগো, আমার প্রান প্রিয়া ওগো সুন্দরী।
তুমি আমি সাত পাকে পরেছি বাধা।
আমি কৃষ্ণ, তুমি রাধা।
তুমি আমি সাত পাকে পড়েছি বাধা।
ঝড় বাদলের দিনে তুমি আমার মাথার ছাতা
তুমি, আমি আমরা দু'জন পরস্পরের অর্ধাঙ্গানী
মাঝে, মাঝে শুনাই তোমায় কত প্রেমের বাণী।
জানিনা তা শুনে তুমি আনন্দ পাও কতখানি।
তুমি,আমি আমরা দু'জন পরস্পরের অর্ধাঙ্গানী।