সত্য কথা শুদ্ধ, সুন্দর,
অবাধে যায় রে বলা।
সত্য কথা বলার ক্ষেত্রে,
লাগেনা কোন ছলা-কলা।
সত্য মনে জাগায় সাহস,
মিথ্যা জাগায় কঠিন ভয়।
সত্য কথা বলতে ভয়ে,
কাঁপে না সাহসী হৃদয়।
আমি নিত্য সত্য সম্যক,
আমি নই কোন প্রতারক।
আমি সর্দা সত্যের অনুসন্ধানী,
আমি সততার তুমুল অনুরাগী।
সত্যের সাথে জীবন বাধা,
জীবনের চরম স্বার্থকতা।
সততা হীন জীবন-যাপন
পুরোটাই বৃথা, অধার্মিকতা
সত্য যেমন ছড়ায় আলো
তেমন মনকে রাখে ভালো।
অসৎ জীবন পাপময়,
নিকষ আধার কালো।