শীতের আমেজ লাগলো মনে,
মৌসুম পরিবর্তনে।
কত মানুষ জীবন কাটায়, রেলস্টেশনে।
তাদের পানে চায় না কেউ নিষ্ঠুর ভূবনে।
তারাও মানুষ আমরাও মানুষ রক্তে মাংসে গড়া।
তাদের জীবন কেন এত দুঃখে -কষ্টে ভরা?
কনকনে শীতের রাতে তারা কাঁপে থরথর।
এমন দৃশ্য দেখলে আমার গাঁয়ে আসে জ্বর।
বিবেক আমাকে বলে রে তুই,
তাদের দিকে বাড়া সাহায্যের হাত।
অতি কষ্টে কাটে তাদের জীবনের প্রতিটি রাত।
আমিও গরীব কাঙ্গাল, আমার সামার্থ্য যে দুর্বল!
গরীবের কষ্ট দেখলেই গরীবের চোঁখে আসে জল।