মৌ তুমি এখন অন্যে কারো বউ।
হলেনা তোমার আমার
সাধের স্বপ্ন-সুখের বাসর।
সামান্য ঝড়ে ভেঙ্গে গেলো
মোদের প্রেমের আসর।

বেঁচে থাকবে প্রিয়া তুমি
মম হৃদয়ে অনন্তকাল।
তোমার আমার অমর প্রেম
ছিলো শতভাগ নির্ভেজাল

যে প্রেমে লাগেনি কেন কালিমার দাগ
লেগেছে শুধু তৃর্তীয়পক্ষের বিষাক্তঘাত।
এর দায়ে দু'জনার হৃদয় হলো চুর্ণ
রয়ে গেলে মোদের স্বপ্নগুলি অপূর্ণ।