কম-বেশি সংসার জীবনে সবাই ব্যস্তময়,
তবুও স্বজনদের সাথে যোগাযোগ রাখতে হয়।
ইতিবাচক আলোচনা কভু মন্দ নয়,
সঠিক বার্তা শ্রবণে জ্ঞান বৃদ্ধি হয়।

সংসার জীবনে থাকে দায়িত্ব কর্তব্যের ভার,
সংসার জীবন মানে জীবনের সার।
সংসার জীবনে থাকে খুটিনাটি কাজ,
সংসার জীবনে সবাই একত্রে বসবাস।

সংসারে স্বামী হচ্ছেন পরম কর্তা,
স্বামীর জন্য স্ত্রী বানান প্রিয় ভর্তা।
রাধেন তিনি কত কি সুস্বাদু -খাবার,
দু'হাতে হাঁড়ি-পাতিল করেন পরিস্কার।

সন্তান কাঁদলে পরে মা আসে ছুটে,
দুগ্ধ পান করালে মা কাঁন্না যায় টুটে।
সংসারে মা-বাবার অনন্য অবদান,
সর্বদা সন্তানের কল্যাণ চেয়ে যান।

সংসারে সন্তান নিয়ে কত ভাবনা,
বড়, বড় স্বপ্ন দেখা আর কল্পনা।
সন্তান বড় হয়ে হবে অফিসার,
মুখ উজ্জ্বল করবে মা-বাবার।