আবার কি কখনো কবে এমন সন্ধা হবে?
চমকে যাবো আমার দু'জন সন্ধাতারা দেখে।
চিরকাল এভাবে থেকো পাশে হাত রেখো হাতে
ভালো লাগার মতো দৃশ্য দেখবো দু'জনা একসাথে।
জানিনা কেন আমায় তুমি এত আপন করে নিলে,
কেনইবা আমায় তুমি এত আদর-সোহাগ,দিলে।
তুমি আমার মধ্যে এমন কি খুঁজে পেলে,
কেনইবা আমায় তুমি তোমার চোঁখের কাজল বানালে।
আমি বলেনি তা তোমায় কখনো আগে,
তুমি আমার বহুকালের বহু সাধনার সাথী।
তুমি আমার আধার গৃহের প্রদীপ বাতি,
তুমি আমার পথচলার একমাত্র সাথী।
তোমার কথা ভাবি আমি ভাবি প্রতিক্ষণ,
তোমার পরশে বুকের ভিতর জাগে শিহরণ।
তুমি আমার সুখ স্বপ্ন তুমি সকল আশা,
তুমি আমার জীবন -মরন তুমি ভালবাসা
যত প্রেম জমা রেখেছি আমার হিয়ার,
তার সবটাই আমি দিবো গো তোমায়।
তুমি জড়ায়ে রেখো আমায় তোমার ভালবাসার চাদরে,
সুখের স্রোতধারা বয়ে যাওক মোদের অন্তরে, অন্তরে।
একদিন হারিয়ে যাবে সমস্ত কিছু থাকবে শুধু স্মৃতি।
মততাজ শাজাহানকে নিয়েও রচিত হয়েছে কত কি!
ভালবাসা যে এতোই মধুর তা জানা ছিলনা আগে,
আবার কি কখনো কবে এমন সন্ধা হবে?