সময়ের পালাবদলে কত চেনা মুখ,
অচেনা হয়ে যায়, আড়ালে লুকায়।
তবুও জীবন কারো জন্য থেমে থাকার নয়,
জীবন চলে জীবনের গতিতে জীবন গতিময়।

স্বার্থ ফুরালে কাছের মানুষ দূরে চলে যায়,
স্বার্থের পৃথিবীতে মানুষ চেনা বড় দায়।
মানুষ চরম সুবিধাভোগী সুযোগ-সন্ধানী,
সুসময়ে পাশে থাকে কত বন্ধু- বান্ধবী।

অসময়ে শুভাকাঙ্ক্ষী থাকেনা কেউ পাশে,
জোয়ার-ভাটা সব মানুষের জীবনেই আসে।
প্রকৃত বন্ধু সদা হয় সুখ- দুঃখের দোহার,
পরম সুখী সেজন এমন বন্ধু আছে যার।

এমন বন্ধু সঙ্গলাভ দূলর্ভ ব্যাপার,
প্রকৃত বন্ধু সদা হাজার বন্ধুর সার।
আসলে এই ভূবণে কেউ কারো আপন নয়,
স্বার্থ সিদ্ধি করার লক্ষে ক্ষণিক আপন হয়।