তুমি যতটা না পাষাণী
তার চেয়েও বেশি দরধিনী।
আমি তোমার কাছে চিরঋণী
"ওগো" মোর বিনোদিনী।
কতকাল তোমার সনে
আমার হয়না লেনাদেনা।
চিরচেনা সেই তুমি
আজ হলে অচেনা।
মুখখানি আড়ালে ঢেকে
নিজেকে গুটিয়ে নিলে।
উপেক্ষা করে আমায়
পিছন ফেলে গেলে।।
তোমার অবহেলায় কাছে
আমি পড়লাম বাধা।
বাহিরে তুমি অভিমানী
ভিতরে মন সাদা।