কবিতা: রাতের শোভা
লেখক: টোটন চন্দ্র দাস
ওগো তুমি আমার ফুল
আমি তোমার ভ্রমর।
আদর-সোহাগ করে তোমায়
নিশি করবো ভোর।।
তুমি ছাড়া কেবা বলো
আছে আর মোর।
ওগো তুমি আমার ফুল
আমি তোমার ভ্রমর।।
তুমি আমার পূর্ণিমার চাঁদ
তুমি রাতের শোভা।
তুমি ছাড়া আলোহীন রাত
গভীর আঁধারে ঢাকা।।
তোমার প্রেম রসে আমার
অন্তর সিক্ত হয়।
তুমি ছাড়া নিজেকে আমার
বড় শূন্য মনে হয়।।