ভীষণ সুন্দর রাতের আকাশ!
ভূবণ জুড়ে বয়ে মৃদু,মৃদু বাতাস।
জ্বলজ্বল করে তারা, সমস্ত আকাশ জুড়ে।
দেখে ঐ দৃশ্য আমি, থাকি মুগ্ধতার  ঘোরে।

যেন ফুটে আছে,  কদম ফুলের মতো।
যত দেখি ঐ দৃশ্য আমি, মুগ্ধ হই ততো।
উকি দেয় পূর্ণিমার চাঁদ, পূর্ব গগণ পড়ে।
আলো যেন ছড়িয়ে যায়, আমার ভাঙ্গা ঘরে।

জোৎস্ননারা করে স্নান, গায়ে চাঁদের আলো মেখে।
মনোমুগ্ধ হই আমি ঐ অপরুপ দৃশ্য দেখে!
তারোকারা সাথী হয়ে থাকে চাঁদের চারোপাশে।
নিশিতে কত ফুল ফুটে, শিশিরের পরশে।