বই প্রেমিদের আড্ডাখানা

চাই না আমি সোনা-দানা

      চাই শুধু পছন্দের বইখানা।

বই পড়ে জানি আমরা

   কত-শত অজানা বিষয়।

ভালো বই বড়ই রসময়।

   বইয়ের শুক্ন পাতায়, পাতায়

আছে অমৃত রসের ধারা।

বই প্রেমিরা পরিতৃপ্ত হয়

পছন্দের বই পাঠ দ্বারা।