কাশফুল তুমি যেন শুভ্র রঙ্গের রাণী,
মুগ্ধ হই পেয়ে আমি তোমার পরশখানি।
সকাল-সন্ধ্যা পাই তোমার হাতছানি,
শ্বেতচাঁদরে জড়িয়ে রাখো পুরো জায়গাখানি।
যাতায়াত কালে পাই তোমার দর্শন,
অপূর্ব রূপে আমার জুড়ায় দু'নয়ন।
আনন্দ-উল্লাসে তখন ভরে যায় মন
শরৎ কালে তোমার ঘটে আগমন।
দলবদ্ধ ফুটো থাকো মেঠো পথের ধারে,
মন্দমধুর বাতায়নে দুলো বারে,বারে।
শরৎতের আগমনী প্রিয় কাশফুল,
আকারে সুরু তুমি দেহ তুলতুল।
তোমাকে ঘিরে ছবি তুলে লোকজন
কত,কত ভ্রমর এসে করে গুনজন
বহু প্রেমিক-প্রেমিকার সাক্ষী তুমি
জন্মের উৎস তোমার বালুকা ভূমি